Posts

Featured Post

বিশ্বাসঘাতক মীর জাফরের বর্তমান বংশধরেরা কেমন আছে? মীর জাফরের ইতিহাস।

যুগে-যুগে, কালে-কালে মীর জাফরকে বাংলার মানুষ এক বিশ্বাসঘাতক বলেই জানবে। মীর জাফর বলতে আমরা বিশ্বাসঘাতকদেরই বুঝে থাকি। পলাশী যুদ্ধ হয়েছে আজ থেকে প্রায় ২৫০ বছর আগে। এর মাঝে গঙ্গা-ভাগীরথী দিয়ে অনেক পানি গড়িয়েছে, ইতিহাস বিকৃত করার চেষ্টাও হয়েছে অনেক। মীর জাফরের বংশধর বাংলার পরবর্তী নবাব ও ব্রিটিশরা মিলে ইতিহাস মুছে ফেলার চেষ্টাও কম করেনি। তা না পেরে ভিন্নভাবে ইতিহাস রচনা ও রটনার চেষ্টা করেছে। তবুও ইতিহাসের সরল ও সত্য পাঠতো এই যে, মীর জাফর এক বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই নন।মীর জাফরের এই বিশ্বাসঘাতকতার গ্লানিকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে মীর জাফরের বর্তমান বংশধরদের। পলাশী যুদ্ধের ২৫০ বছর পরে এসেও বিশ্বাসঘাতকতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি মীর জাফরের বংশধরদের। পুর্বপুরুষের বিশ্বাসঘাতকতার গ্লানি বংশ পরম পরায় এখন বয়ে চলেছেন তারা। হেনোমন্যতায়, লজ্জায়, স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না তারা, গোপন রাখেন আত্ম পরিচয়।  ভারতের মুর্সিদাবাদের এখনো আছে বিশ্বাসঘাতক মীর জাফরের বাড়ী। বাংলার পরাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গেছে, তেমনি লেখা হয়ে গেছে মীর জাফরের ইতিহাস। মুর্শিদাবাদের পদে-পদে, পথে-পথে

বাংলাদেশে সুন্দরী হিজড়াদের অসুন্দর জীবন: বিড়ম্বনার শেষ কোথায়?

দৌলতদিয়া নিষিদ্ধপল্লীর যৌনকর্মীদের জীবন দেখলে আপনার চোখে পানি চলে আসবে।

First Post